1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
অশ্লীলতা ও যাবতীয় অশালীন কর্মকাণ্ড পরিহার করতে হবে - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

অশ্লীলতা ও যাবতীয় অশালীন কর্মকাণ্ড পরিহার করতে হবে

ইসলামিক ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৩২ জন নিউজটি পড়েছেন

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যেভাবে রোগাক্রান্ত হয়, তেমনি অন্তরও অসুস্থ হয়। অন্তর যদি কুপ্রবৃত্তি, হিংসা, অহংকার, শিরক ও মন্দ কাজের দ্বারা প্রভাবিত হয় তাহলে তা মৃত অন্তরের পর্যায়ে চলে যায়। মহান আল্লাহ বলেন, ‘তাদের অন্তর অসুস্থ আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। ’ (সুরা বাকারা, আয়াত : ১০)

অন্তর অসুস্থ হয়ে যাওয়ার কিছু আলামত আছে।

তন্মধ্যে কিছু আলামত নিম্নে উল্লেখ করা হলো—
(ক) বেশির ভাগ সময় এ ধরনের অন্তরের অধিকারী মানুষ এমন কাজে অনীহা প্রকাশ করে, যেগুলো হিদায়াত লাভে সহায়ক। যেমন—ইলম অর্জন, হিকমতের সঙ্গে কাজ সম্পাদন, তাওহিদের জ্ঞানার্জন, ইবাদত করা ইত্যাদি বিষয়ে তারা অনীহা প্রকাশ করে থাকে।
(খ) এ ধরনের মানুষ প্রচণ্ড অহংকারী হয় এবং এই অহংকারের দরুন সত্যকে প্রত্যাখ্যান করে।

(গ) ধর্মীয় বিষয় নিয়ে অন্তরে সন্দেহ পোষণ, শিরক-বিদআতের মায়াজালে আবদ্ধ থাকাও অন্তরের রোগের নিদর্শন।

(ঘ) কারণে-অকারণে দুশ্চিন্তা, বিষণ্নতা, উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, দুঃখ, ক্রোধ, লোভ প্রভৃতি অন্তরের রোগের আলামত।

(ঙ) হত্যা, সন্ত্রাস, ঘুষ, সুদ, চাঁদাবাজি, মিথ্যা সংবাদ পরিবেশন, ওজনে কম দেওয়া, গান-বাজনায় মত্ত থাকা, অশ্লীলতা যাবতীয় অশালীন কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত হবে, তাদের অন্তরে অসুখ আছে বলে বুঝে নিতে হবে।

আর অন্তরের অসুখের চিকিৎসা করতে হলে রোগীর উচিত সত্যের আশ্রয় নেওয়া, বেশি বেশি নফল সালাত আদায় করা, গভীর রাতে সালাতে অশ্রু ঝরানো, সব ধরনের পাপ পরিহার করা। মহান আল্লাহ বলেন, ‘যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সঙ্গে আছেন। ’ (সুরা আনকাবুত, আয়াত : ৬৯)

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun