1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জাতিসংঘ অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী - রংপুর সংবাদ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘ অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

হত্যা নির্যাতনের পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত, করোনা পরবর্তী অবস্থা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতির নানান দিক তুলে ধরে এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ১৯তম বারের মতো বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যা সবচেয়ে বেশী। ৭৭তম অধিবেশনে যোগ দিতে আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার পর পরই রাশিয়া- ইউক্রের যুদ্ধ। এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানীর সংকট, অর্থনীতির মন্দার কবলে বিশ্বের বিভিন্ন দেশ। দারিদ্রের হার বাড়ছে প্রতিনিয়তই।

এমন এক প্রেক্ষাপটে বিশ্বনেতাদের সম্মিলনী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশ  বসেছে যুক্তরাষ্ট্রে। যেখানে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রানীর শেষকৃত্যে অংশ নিয়ে ১৯ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক পৌঁছাবেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, ‘করোনা মোকাবিলার ক্ষেত্রে এক এক দেশ উন্নত বিশ্বে একভাবে মোকাবিলা করছে অনেক সক্ষমতার সঙ্গে। অনুন্নত দেশ সেটা করতে পারছে না। সেই জায়গাটা যেন সুসম সংঘবদ্ধভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়টা আমরা জানাব।’

অধিবেশনে থাকবে বিভিন্ন সাইড লাইন বৈঠক।

মোহাম্মদ আব্দুল মুহিত আরও বলেন, ‘বাংলাদেশ দুইটা সাইড ইভেন্ট হোস্ট করবে জাতিসংঘে। একটা রোহিঙ্গা সংক্রান্ত বিষয়, অপরটি হচ্ছে টেকশই আবাসন বিষয়। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন, সেখানে আমরা জোর করব। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন আশা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন প্রবাসীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানেও।  দেশে ফিরবেন আগামী ৪ অক্টোবর।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun