1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পঞ্চগড়ে নব নির্মিত সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন - রংপুর সংবাদ
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নব নির্মিত সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৮০ জন নিউজটি পড়েছেন

 

পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নব নির্মিত সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লাটের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে ফিতা কেটে নব নির্মিত এ প্লান্টের উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সাংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে এ উপলক্ষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আয়োজনে সিভিল সার্জন অফিস চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সিরাজুদ্দৌলা পলিন, পঞ্চগড় হাসপাতালের এ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো মনসুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিক্যাল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজিব।
ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্টটি নির্মাণ করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড। এ প্লান্টের মাধ্যেমে হাসপাতালের ১০০ জন রোগীকে এক সাথে অক্সিজেন দেয়া সম্ভব হবে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun