1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
মিঠাপুকুরে ব্যবসায়ীকে মারপিট করে দোকান ভাঙচুর ঘটনায় গ্রেফতার ৩ - রংপুর সংবাদ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

মিঠাপুকুরে ব্যবসায়ীকে মারপিট করে দোকান ভাঙচুর ঘটনায় গ্রেফতার ৩

আমিরুল কবির সুজন(মিঠাপুকুর)রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৪৬ জন নিউজটি পড়েছেন

রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ীকে মারপিট করে দোকান ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ভাংনী ইউনিয়নের করিমপুর গ্রামের কাঠ ব্যবসায়ী জয়নালের ছেলে রতন,মিলন ও মেহেদী হাসান ভেদু। তারা সকলে সহদর ভাই বলে জানা গেছে।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন  হুলাশুগঞ্জ বাজারে কফি হাউজ কনফেকশনারি এন্ড রেস্টুরেন্টের মালিক ফারুক আজাদ ভগবানপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে সরোয়াল ঘটক ১৩৫ টাকার ইফতার বাকী নেয়।ঘটনার দিন ১৯ এপ্রিল সন্ধ্যায় বাকী টাকা চাইলে টালবাহানা করে সরোয়াল ঘটক। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সরোয়াল ও তার স্বজন করিমপুরের জয়নালের ছেলে রতন,মিলন ও মেহেদী হাসান ভেদু দোকানে ঢুকে হামলা চালায় এবং ভুক্তভোগী ফারুক আজাদ ও জাকির হোসেনকে বেদম মারপিট করে দোকানে ভাংচুরসহ মালামাল তছনছ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এরপর ফারুক আজাদ মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগসুত্রে
মামলায় মিঠাপুকুর থানা পুলিশ অভিযুক্ত ৩ জনকে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

তবে মামলার প্রধান আসামী সরোয়াল ঘটক এখনো পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun