1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
মেডিক্যালে পঞ্চগড়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - রংপুর সংবাদ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

মেডিক্যালে পঞ্চগড়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু সালেহ মো রায়হান পঞ্চগড়
  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৯৭ জন নিউজটি পড়েছেন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২১ সেশনে দেশের বিভিন্ন সরকারী মেডিক্যাল কলেজে চান্সপ্রাপ্ত পঞ্চগড় জেলার ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদের কনফারেন্স রুমে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ পঞ্চগড় (মেডসাপ) ও মনুষ্যত্ব এর যৌথ আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ)’র পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. মনসুর আলম ও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন।

মেডসাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন অফ পঞ্চগড়ের সভাপতি আবু সাঈদ আল মাহমুদ ও মনুষ্যত্ব – এর মুখপাত্র দাইয়ান নাফিস প্রধান, সংগঠন দুইটির সদস্যরা সহ কৃতি শিক্ষার্থীরা।

মেডসাপের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তোফায়েল আহমেদ সজীব বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও পঞ্চগড়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। এটা পঞ্চগড় বাসীর জন্য আনন্দের বিষয়। আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে দেশের মানুষের সেবা করতে পারি। দেশের চিকিৎসা সেবায় পঞ্চগড়ের শিক্ষার্থীদের অবদান থাকুক এটাই আমাদের প্রত্যাশা।

নতুন চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন ‘ আপনাদের নিজেদের প্রতি যেমন কমিটমেন্ট রয়েছে, যেমন পরিশ্রম করে আপনারা এখানে এসেছেন। আগামীতে যেন এই ধরাবাহিকতা বজায় রাখেন এবং একইসঙ্গে এই পঞ্চগড়ের প্রতি আপনাদের একটা দায়বদ্ধতা রয়েছে। এই পঞ্চগড়ের হাওয়ায় আপনারা বড় হয়েছেন। জনগনের ট্যাক্সের টাকায় আপনারা লেখাপড়া করছেন। আমাদের কৃষকদের ঘামের টাকায় আপনারা লেখাপড়া করছেন, সেই মানুষগুলোর প্রতিও আপনার দায়বদ্ধতা রয়েছে। আপনারা ভাল চিকিৎসক একই সাথে সমাজের একজন ভাল মানুষ হয়ে জনগণের সেবা করবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানের গর্বিত অংশীদার হবেন এটাই আমাদের সকলের কাম্য।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun