সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পুরুষ নার্সের ধর্ষণের শিকার হলেন করোনা আক্রান্ত এক নারী। ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই ওই নারীর মৃত্যু হয়।
ভারত মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটছিল প্রায় এক মাস আগে। অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। ধর্ষক ওই নার্সকে চিহ্নিতও করেছিলেন ওই নারী। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই মৃত্যু হয় তার।
এরপর ওই নারীর ছেলে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত সন্তোষ আহিরওয়ার (৪০) নামে ওই নার্সকে গ্রেফতার করে পুলিশ।
সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি বলেছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। মদ্যপান করে ডিউটি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুত্রঃ যুগান্তর
Leave a Reply