রংপুর সংবাদ রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্পে ‘সাঁতাও’ - রংপুর সংবাদ

রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্পে ‘সাঁতাও’


Rezaul Karim Manik ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ১১:৫৯ PM
রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্পে ‘সাঁতাও’

সিনেমার নামকরণ ‘সাঁতাও’ কেন? পরিচালক জানান, রংপুর অঞ্চলে টানা কয়েক দিনের বর্ষণকে ‘সাঁতাও’ বলা হয়; সিনেমায় টানা বর্ষণের দৃশ্যও রয়েছে।

পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। বিভিন্ন চরিত্রে পুতুল ও ফজলুল হক ছাড়াও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর, রবি দেওয়ান, দীনবন্ধু পাল। সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির, সহকারী পরিচালক মাসুদ রানা ও সুপিন বর্মণ।