বিনোদন ডেস্কঃ
গণ-অর্থায়নে নির্মিত হয়েছে সিনেমা ‘সাঁতাও’। ছবিটি নির্মাণ করেছেন খন্দকার সুমন। আগামী ৩ মার্চ শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ভারত) উৎসবে ‘সাঁতাও’ প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের সিনেমা হলে মুক্তি চলছে ‘সাঁতাও’।
২০১৬ সালে সিনেমার জন্য একটা গল্প ভেবেছিলেন লালমনিরহাটের তরুণ খন্দকার সুমন। রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন ও সংকটের গল্প। এ ধরনের স্বাধীন চলচ্চিত্র নির্মাণ কতটা কঠিন, জানতেন সুমন, কিন্তু যে সিনেমা মানুষের কথা বলে, জীবনের কথা বলে—সেই ধরনের সিনেমাই করতে চেয়েছিল সুমন। এই সিনেমার পথে গেলে কঠিন পথ পাড়ি দিতে হবে, সেটাও জানতেন তিনি। তারপরও কঠিনকেই ভালোবেসেছিলেন সুমন, হাল ছাড়িননি। যখনই বাধা পেয়েছেন তখনি আবার সমাধানও পেয়েছেন, কেউ না কেউ তাকে উদ্ধার করেছেন।
তাকে পদে পদে হোঁচট খেতে হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছেন। একটু একটু করে দম নিয়ে এগিয়ে গেছেন। নিজের জমানো টাকায় কুলিয়ে উঠতে না পেরে সাধারণ মানুষের সহযোগীতা নিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠানকে যেভাবে সিনেমার গল্প উপস্থাপন করতে হয়, তেমনি করে সাধারণ মানুষকে গল্প বুঝিয়েছেন। ১০০ থেকে ৫ হাজার, যে যেভাবে পেরেছেন, সিনেমায় বিনিয়োগ করেছেন।
গণ–অর্থায়নে আশাব্যঞ্জক সাড়া পেয়ে সিনেমার শিল্পী নির্বাচনে নামেন খন্দকার সুমন। সিনেমার কৃষক চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফজলুল হক ও তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন আইনুন পুতুল। এর আগে ‘রানওয়ে’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান ফজলুল। আইনুন পুতুলকে দেখা গেছে ছোটপর্দায়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর ধারে সিনেমার দৃশ্য ধারণ শুরু করেন নির্মাতা। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে সিনেমার গল্প।
Leave a Reply