রংপুর সংবাদ সম্রাট শাহজাহানের ঘরে শাকিব-বুবলি - রংপুর সংবাদ

সম্রাট শাহজাহানের ঘরে শাকিব-বুবলি


রংপুর সংবাদ নভেম্বর ২৩, ২০২২, ২:৫০ PM
সম্রাট শাহজাহানের ঘরে শাকিব-বুবলি

সন্তান নিয়ে প্রকাশ্যে এসে বিয়ের খবর প্রকাশের পর দূরত্ব বেড়েছে শাকিব খান ও বুবলীর। দুজন একসাথে ‘লিডার, আমি বাংলাদেশ’ সিনেমার শুটিং করলেও কেউ কারো সাথে কথা বলেননি। এমনকি স্পর্শও করেননি কেউ কাউকে।

এদিকে নায়িকা বুবলী নস্টালজিক হয়ে ফেসবুকে শেয়ার করলেন পুরনো ঘটনা ও স্মৃতি। সেখানে তিনি জানান, বিয়ের পর বুবলীকে তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন শাকিব। সেখানে কাটিয়েছেন দারুণ মুহূর্ত।

ছবি শেয়ার করে বুবলী লেখেন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর।

বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে।’

‘খুব প্রিয় একটি ছবি এটি আমার…’ এই জুটির ‘লিডার, আমি বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।