রবিউল ইসলাম বাবুল,লালমনিরহাট:
সারাদেশে জামাত বি,এন,পির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আদিতমারী উপজেলায় শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) বিকেলে আদিতমারী উপজেলা ইউনিয়ন আঃলীগের আয়োজনে বুড়ীর বাজার বুড়ীমারী পাটগ্রাম হাইওয়ে রোড়ের পাঁশে ভাদাই ইউনিয়ন আঃলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ শান্তিপূর্ণ সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শান্তিপূর্ণ সভা-সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত৷ থেকে অগ্নিঝরা বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা আঃলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা আঃলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম মৃধা, ভাদাই ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক বাবু তপন কুমার ঘোষ, আদিতমারী উপজেলা আওয়ামী-যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (বাবুল) উপজেলা ছাত্রলীগের অন্যতম বিপ্লবী ছাত্র নেতা মাঈদুল ইসলাম বাবু।
শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সদস্য এস,নীল কমল রায়, সাবেক ছাত্র নেতা আবু সাঈদ মুরাদ, ছাত্রনেতা জাহিদ হাসান, ছাত্রলীগের সিঃসহ-সভাপতি দোলন সরকার আদিতমারী উপজেলা আঃলীগের সাকৃস্কিত বিষয় সম্পাদক, অলিউজ্জামান অলি, ছাত্রনেতা, শরিফুল ইসলাম রতন সহ অন্যন্য নেতৃবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :