1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
যেসব আচরণে বুঝবেন সঙ্গী সম্পর্ক টিকিয়ে রাখতে চান না - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

যেসব আচরণে বুঝবেন সঙ্গী সম্পর্ক টিকিয়ে রাখতে চান না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪২ জন নিউজটি পড়েছেন

টান টান সম্পর্কের আবেগও অনেক সময় ফুরিয়ে যায়। অনেক সময় সঙ্গী এড়িয়ে চলতে চায় আপনাকে। কিছুটা প্রেম কিংবা মায়া অবশিষ্ট থাকায় সরাসরি বলতেও পারে না ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা।

তাহলে কীভাবে বুঝবেন সম্পর্ক টিকিয়ে রাখতে আর ইচ্ছুক নন আপনার সঙ্গী। তার কিছু আচরণের মধ্যেই পাবেন এর উত্তর।

১. সে আর আগের মতো আপনার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি শেয়ার করে না। আপনার বিষয়েও জিজ্ঞাসা করে না।

২. ব্যস্ততা দেখায়। আপনাকে আর আগের মতো সময় দেয় না।

৩. ভবিষ্যত নিয়েও কোনো ধরনের পরিকল্পনা করতে দেখা যায় না তার মধ্যে।

৪. যে কোনো কিছুতে আপনার থেকে নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করে

৫. সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার পোস্টে কোনো ধরনের রিয়েকশান দেয় না

৬. দেখা করা বা কথাবার্তা বলার মাঝখানে হুট করে চলে যাওয়া

৭. কথাবার্তায় মনোযোগ থাকে না বা আগের বলা কথা ভুলে যাওয়া

৮. অন্য কাউকে ভালো লেগেছে এমনটা প্রায়ই বলা

৯. সবার সঙ্গেই দুষ্টামি-মশকরা করে ঠিকই, আপনার সঙ্গে না।

১০. দলীয়ভাবে ঘুরতে যেতে যায় কিন্তু একা আপনার সঙ্গে না।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun