1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সাতকাহনের ঈদ আয়োজন - রংপুর সংবাদ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন

সাতকাহনের ঈদ আয়োজন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

জনপ্রিয় দেশীয় পোশাকের ব্র্যান্ড সাতকাহন প্রস্তুত তাদের ঈদ আয়োজন নিয়ে। দারুণ সব ঈদ কালেকশনে সেজেছে তাদের উত্তরা ও বসুন্ধরা সিটির আউলেটগুলো। প্রথম থেকেই দেশীয় মেটেরিয়াল নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। থিম ভিত্তিক ডিজাইন করে ইতিমধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় এই পোশাক ব্র্যান্ডটি।

এবারের ঈদ আয়োজন নিয়ে সাতকাহনের স্বত্বাধিকারী নুরুন্নাহার নীলা জানান, এই ঈদে তার ডিজাইনেই সাতকাহনে পাওয়া যাবে শাড়ি ও থ্রি-পিস। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ঈদের কালেকশনে থাকছে নরম সুতি ও হাফসিল্কের শাড়ি। ব্লক, স্ক্রিন প্রিন্টের ডিজাইনের পাশাপাশি আছে সুতার কাজ, গ্যাস ডলারের ব্যবহার। আর রয়েছে ক্রেতার চাহিদা অনুযায়ী হ্যান্ডপেইন্টের শাড়ি। ছেলেদের পাঞ্জাবিতেও রয়েছে দারুণ সব ডিজাইন।

গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়ের প্রাধান্য দেওয়া হয়েছে পাঞ্জাবিতেও। দারুণ সব গয়নার কালেকশনও রয়েছে শাড়ি ও থ্রি-পিসের সঙ্গে মিলিয়ে। দুটি আউটলেটের পাশাপাশি ঈদ শপিং করা যাবে সাতকাহনের অনলাইন পেইজ থেকেও। আউটলেট ঠিকানা : ২য় তলা,৫৬,গরীবে নেওয়াজ এভিনিউ,সেক্টর-১৩, উত্তরা। বসুন্ধরা সিটি শোরুম-শপ-৬৬,লেভেল-৪, ব্লক-ডি, বসুন্ধরা সিটিশপিং কমপ্লেক্স।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun