1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভোটকেন্দ্রে সবই আছে, নেই শুধু ভোটার - রংপুর সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার আবু সাঈদের পরিবারকে বেরোবি প্রশাসনের আর্থিক সহায়তা  মুইও তাড়াতাড়ি তোর কাছোত আসিম’ বলে সাঈদকে চিরবিদায় দিলেন মা বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের ছয় শিক্ষার্থী হত্যায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে : জিএম কাদের সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ হতে হবে না:প্রধানমন্ত্রী হাতীবান্ধায় তিস্তার তোড়ে বিলীন কমিউনিটি ক্লিনিক নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান শেখ হাসিনার, জানালেন কাদের রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের জানাজা-দাফন সম্পন্ন ক্যাম্পাস ছাড়ছেন রংপুর বেরোবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভোটকেন্দ্রে সবই আছে, নেই শুধু ভোটার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৬৯ জন নিউজটি পড়েছেন

ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি:
ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগু‌লো‌তে তেমন কোনো ভোটার চোখে পড়েনি।

সরেজমিনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ্রাম‌্যমাণ আদালত, প্রার্থীর এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচন প‌রিচালনায় সবাই ছি‌ল প্রস্তুত। শুধু ভোটার নেই। পুরো কেন্দ্র ফাঁকা।

দুপু‌রে সদ‌রের সিংপাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ‌গিয়ে দেখা যায়, কেন্দ্রে কোনো ভোটারের লাইন নেই। ১২‌টি বুথে ভোটগ্রহণ চলছে।

কে‌ন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহমুদুল ক‌বির ব‌লেন, ভোটার ৩ হাজার ৭৯৭ জন থাক‌লেও দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত ২০০ ভোট কা‌স্টিং হ‌য়ে‌ছে।

একই চি‌ত্র দেখা ‌গে‌ছে সদ‌রের আউ‌লিয়াপুর ইউ‌নিয়ন বুড়ীর হাট উচ্চ বিদ‌্যালয়, গ‌ড়েয়া ইউ‌নিয়‌নের আরাজি গুঞ্জরগঞ্জ উচ্চ বিদ্যালয়, লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকে‌ন্দ্রগু‌লো‌তে। এ কেন্দ্রগু‌লো‌তে দুপুর ১টা‌ পর্যন্ত ভোট কাস্ট হ‌য়ে‌ছে ১৫ থে‌কে ২০ শতাংশ।

লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং কর্মকর্তা মো. নাজমুল হক ব‌লেন, সব প্রার্থীর এজেন্ট থাক‌লেও ভোটার উপ‌স্থি‌তি খুব কম। ত‌বে বিকেলে ভোটার উপ‌স্থি‌তি বে‌ড়ে যা‌বে ব‌লে আশা ক‌রেন তি‌নি।

আরেক কেন্দ্র মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একই চিত্র। এ কেন্দ্রে ভোট দিতে আসা স্কুলশিক্ষক আব্দুল হা‌মিদ বলেন, কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষের আগ্রহ কম। যে কজন প্রার্থী তারা সবাই একই দলের।

সদর উপজেলা ১৮৫‌টি কে‌ন্দ্রে শান্তিপূর্ণভা‌বে ভোটগ্রহণ চল‌ছে। আওয়ামী লী‌গের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হ‌লেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ-পিরিচ)।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun