1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ইউপি সদস্যদের - রংপুর সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার আবু সাঈদের পরিবারকে বেরোবি প্রশাসনের আর্থিক সহায়তা  মুইও তাড়াতাড়ি তোর কাছোত আসিম’ বলে সাঈদকে চিরবিদায় দিলেন মা বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের ছয় শিক্ষার্থী হত্যায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে : জিএম কাদের সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ হতে হবে না:প্রধানমন্ত্রী হাতীবান্ধায় তিস্তার তোড়ে বিলীন কমিউনিটি ক্লিনিক নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান শেখ হাসিনার, জানালেন কাদের রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের জানাজা-দাফন সম্পন্ন ক্যাম্পাস ছাড়ছেন রংপুর বেরোবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ইউপি সদস্যদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২১১ জন নিউজটি পড়েছেন

 

অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ২নং মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (বিপ্লব) এর বিরুদ্ধে  জেলা প্রশাসক বরাবর সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন অত্র ইউনিয়নের ইউপি সদস্যগণ। গত ১ লা জুন লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

৬ ই জুন অভিযোগ সুত্রে জানা যায় যে, খাদ্য বান্ধব কর্মসূচির উপকার ভোগীদের নাম পরিবর্তন, অতি দরিদ্র  কর্মসংস্থান কর্মসূচির নন ওয়েজ কস্ট ও  সুবিধাভোগীদের  বরাদ্দকৃত টাকায় একক সিধান্তে প্রকল্প দাখিল করে ভুয়া ভাউচারে অর্থ উত্তোলন, এডিপির বরাদ্দকৃত অর্থ সিধান্ত ছাড়া এ এম রথবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র করে, স্কীম উপজেলা প্রকৌশলীর  কার্যালয়ে দাখিল, বরেন্দ্র কর্তৃক গভীর নলকূপ মিটিং ছাড়া চেয়ারম্যানের বাড়ির সামনে স্থাপন, ইউপির উন্নয়ন সহায়তা তহবিলের ২০২২/২৩ অর্থবছরের বরাদ্দকৃত টাকায় ফজু মিয়ার বাড়ি হতে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এইচবিবি করন স্কীম প্রস্তাবিত হয় কিন্তু পরবর্তীকালে এই স্কিম সংশোধনের কোন মিটিং না করে চেয়ারম্যান তার একক সিদ্ধান্তে এ এম রথবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়গামী রাস্তা এইচবিবি করন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রকল্পে অর্থ ব্যয় করন, ইউনিয়ন পরিষদের অনুকুলে আসা সকল প্রকল্পের ৪০% অর্থের প্রকল্প তার অনুকূলে বাস্তবায়িত  করতে হবে,  ভারতীয় গরু পারাপারের ব্যবসায়ীদের নিকট হতে অর্থ গ্রহণের অভিযোগ এবং চোরাচালান প্রতিরোধ না করে কালোবাজারিদের সাথে আতঁাত করে অর্থ গ্রহণের মাধ্যমে ব্যবসায়ীদের ব্যবসায় উৎসাহিত করন, হাট বাজার ইজারার ১৫% অর্থ পরিশোধের সিদ্ধান্ত ছাড়া কাজ বাস্তবায়নের পায়তারার অভিযোগ করেন ইউপি সদস্যগণ।

এ বিষয়ে মদাতি ইউনিয়নের ইউপি সদস্যগণ বলেন,  তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে পরিষদের মেম্বারদের সাথে আলোচনা বা মিটিং না করেই তিনি সিধান্ত গ্রহন করায় আমরা এ অভিযোগ করে সু-বিচার কামনা করছি।

অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম (বিপ্লব) কে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ঈমাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে চিঠি পেয়েছি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun