রংপুর সংবাদ পাটগ্রামে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার - রংপুর সংবাদ

পাটগ্রামে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার


রংপুর সংবাদ মার্চ ১৬, ২০২৩, ৭:২৮ PM
পাটগ্রামে পুকুর থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

 

মাহির খান:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নিখোঁজের দুই দিন পর পুকুরে থেকে জমর উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা  কুচলীবাড়ী ইউনিয়নের শমশেরপুর এলাকায় একটি পুকুরের তার মরদেহ ভেসে ওঠে।  মৃত ব্যক্তি জমর উদ্দিন (৮৯) উপজেলা পানবাড়ি (দীঘলটারী) এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর ওই বৃদ্ধ নিখোঁজ হন।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার দুপুরে কুচলীবাড়ি ইউনিয়নের  শমসেরপুর মৌজাস্থ মৃত সেকেন্দার রুমির পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয় কৃষক এন্তাজুল ইসলাম স্থানীয় পাটগ্রাম থানার খবর দেন।

মৃত ব্যক্তির বড় ছেলে আজিজুল ইসলাম বলেন, বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাবাকে আর পাওয়া যায় না। নিখোঁজের দুইদিন পর তার লাশ পুকুর থেকে উদ্ধার করি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।