1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জরাজীর্ণ বিদ্যালয়টি এখন ৪তলা ভবন - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন

জরাজীর্ণ বিদ্যালয়টি এখন ৪তলা ভবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

 

মাহির খানঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার দিন বদলের পালা এই শ্লোগান অনেকাংশে বাস্তবে রূপ নিচ্ছে। উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এ উন্নয়নের ধারা ক্রমান্বয়ে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে।  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা সরকারী প্রাথমিক বিদ্যালয় গেলে দেখা যাবে এর উজ্জ্বল দৃষ্টান্ত। তিস্তা নদীর কোল ঘেঁষে অত্র বিদ্যালয়টির অবস্থান।  ভাঙ্গনের ঝুঁকিতেও রয়েছে বিদ্যালয়টি। স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের আন্তরিক প্রচেষ্টায় জরাজীর্ণ ওই বিদ্যালয়টি ৪ তলা ভবনে রূপান্তরিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় (১ম পর্যায়) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে এ ভবনটির নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ, ৯৬ হাজার ৬ শ’ ২৬ টাকা। মেসার্স জয় ট্রেডার্স  উক্ত কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজের গুনগত মান বজায় রেখে কাজটি শেষ করেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মোল্লা বলেন, বিদ্যালয় ভবনের কাজটি শেষ করতে সময় বেশি লাগলেও কাজের গুনগতমান ঠিক আছে। উপজেলা প্রকৌশলী নজির হোসেন বলেন, স্কুল ভবনের নির্মিত কাজ আমাদের তত্বাবধানে শেষ হয়েছে।  কাজের গুনগত মান বজায় রয়েছে। অত্র উপজেলার ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বহুতল ভবনে রূপান্তরিত হবে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun