চীনের রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে আজ শনিবার বা রবিবার। তবে কোথায় পড়বে তা জানতে হলে আরও দেরি করতে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর বলা যাবে কোথায় পড়বে বিচ্ছিন্ন হওয়া রকেটটি।
এতো বড় একটি রকেট পৃথিবীতে পড়ার খবরে সব মহলের ঘুম হারাম। কোথায় পড়বে কি পরিমাণ ক্ষতি হবে সেই চিন্তায় দিশেহারা সবাই। তবে এ ব্যাপারে কোন মাথাব্যাথা নেই চীনের। উপরন্তু চীন বলছে রকেটটি পৃথিবীতে আছড়ে পড়লেও ক্ষতির সম্ভাবনা খুব কম। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।
তিয়ানহে মহাকাশ স্টেশন নামের এই প্রকল্পের আওতায় রকেট উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনের একটি অংশ পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৯ এপ্রিল লং মার্চ ৫বি নামের রকেট-এর উৎক্ষেপণ করেছিল দেশটি।
রকেটের ১০০ ফুটের ওই অংশ এখন পৃথিবীতে আছড়ে পড়ছে। কিন্তু এটা ঠিক কোথায় পড়বে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কয়েক ঘণ্টার মধ্যে সেটা নির্দিষ্টভাবে বলা সম্ভব।
Leave a Reply