রংপুর প্রতিনিধিঃ
সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার সকালে রংপুরের জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর কর অঞ্চলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর অঞ্চল কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন,রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানা, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
অনুষ্ঠানে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী, নারী ব্যবসায়ী ও তরুণ করদাতা ক্যাটাগরিতে প্রতি জেলায় ৭ জন করে মোট ৫৬ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়। পরে অনুষ্ঠানে ৮ জেলার করদাতারা শপথ নেন ,দেশের উন্নয়নের জন্য সবাইকে করের আওতায় আসতে হবে।