কুড়িগ্রামের রাজারহাটে রাব্বি(১২) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৭ মে) দুপুরে উপজেলার সদরের টগরাইহাটের পুলের পাড় এলাকায় বিলের পাশে ইউক্যালিপটাস গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের হারেজ আলীর ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাব্বির বাবা হারেজ আলীর একটি হাঁসের খামার আছে। প্রতিদিন তার বাবা হাঁসগুলোকে নিয়ে টগরাইহাট এলাকার পুলের পাড় নামক এলাকার ডোবাতে খাবার খাওয়াতে আসেন। শুক্রবার দুপুরের দিকে রাব্বি তার বাবার পালিত হাঁসকে দেখভাল করার সময় দুপুরের খাবার নিয়ে যায় ওই এলাকায়।
তার বাবা খাওয়া শেষে ওই ছেলেকে রেখে হাঁস পাহাড়া দিতে বলে বাইরে যায়।কিছুক্ষণ পরে স্থানীয়রা সেখানে একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।এরপর পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে এসে তার লাশ উদ্ধার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply