মাহির খান,নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর সংবাদের সম্পাদকসহ ১০ সম্পাদক লালমনিরহাটে ২ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্দ্যোগে নতুন জীবন রচি- বেসরকারি সংস্থা নজীরের হল রুমে সাংবাদিক নিরাপত্তা: ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষনের শুরুতে পরিচয় পর্ব শেষে প্রশিক্ষনের উদ্দেশ্য তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষক ড.মোজাম্মেল হক। প্রশিক্ষণ পরিচালনা করেন নিউজ নেটওর্য়াকের প্রধান নিবার্হী শহীদুজ্জামান।
এতে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবী ফেরদৌসি বেগম বিউটি, নেটওর্য়াকের কর্মকর্তা শ্যামল রায়, ইউএসএস এর প্রোগ্রাম ফেসিলিলেটর আব্দুর রউফ, হিউম্যান ডিফেন্ডারস ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক নিশি কান্ত রায় উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে রংপুর সংবাদের সম্পাদক রেজাউল করিম মানিক,সাপ্তাহিক বাংলার সংবাদ পত্রিকার সম্পাদক ওয়ালিউর রহমান,লালমনি কন্ঠের সম্পাদক জাহিদ হোসেন, ,ই্উটিউব চ্যানেল এআরডির সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স,লালমনির খবরের সম্পাদক রাইসুল ইসলাম শেনা,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল,সাপ্তাহিক আলোরমনির সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সীমান্ত রেডিও’র সম্পাদক উত্তম রায়,শিশু দর্পনের সম্পাদক মৃদুল হাবিবসহ জেলার ১০ জন পত্রিকার ও অনলাইন সম্পাদক বৃন্দ অংশ নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ প্রকল্পের এ কার্যক্রম সম্মিলিতভাবে নিউজ নেটওয়ার্ক ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী যৌথভাবে বাস্তবায়ন করছে।