1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
নিভে গেল সুন্দরবনের আগুন - রংপুর সংবাদ
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নিভে গেল সুন্দরবনের আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

চারদিন পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিভেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

বুধবার (৫ মে) যেসব স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

গত চারদিন থেকে সুন্দরবনের জ্বলতে থাকা আগুন এখন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে এমন দাবি সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের।

এদিকে ঘটনাস্থলে থাকা বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বনের সেসব স্থানে ধোঁয়া উড়ছিল, এখন আর সেটি নেই। বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের পরিসমাপ্তি টানবো।

তিনি আরও বলেন, আমরা বন বিভাগকে বলেছি আগুন লাগার স্থানে কিছু জায়গা খনন করে সেখানে পলিথিন বিছিয়ে পানি সংরক্ষণে রাখতে। সেটির কাজ এখন চলছে।

সোমবার (৩ মে) বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। দু’দিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বুধবার আবার আগুন লাগা কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে থাকে।এ অবস্থায় পুনরায় ফায়ার সার্ভিস সেখানে পানি দিয়ে সেটি পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

এ নিয়ে সুন্দরবনে গত ২০ বছরে নানা কারণে ২৩ বার আগুন লাগার ঘটনা ঘটে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun