1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের করোনা সনাক্তের রেকর্ড - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী নির্যাতনের শিকার: মির্জা ফখরুল ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা–বাণিজ্য করছেন: কাদের  ঈদযাত্রায় রেলপথে জোরদার হচ্ছে টহল-পাহারা আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল আদিতমারী সীমান্তে গুলিবিদ্ধ আহত বাংলাদেশী যুবকের মৃত্যু রোজায় বেড়েছে দাম, খরচ যোগাতে ক্রেতার নাভিশ্বাস স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে ২৯ বছরই ছিল দুর্ভাগ্যের : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর প্রশ্ন-যারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন তাদের বউদের ভারতীয় শাড়ি কয়টা?

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের করোনা সনাক্তের রেকর্ড

আবু সালেহ মো রায়হান,পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড হয়েছে। যা পঞ্চগড়ে করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী সনাক্তের রেকর্ড।

এর মধ্যে সদর উপজেলায় ২১ জন, তেতুঁলিয়ায় ৩ জন, আটোয়ারীতে ৪ জন, বোদায় ২ জন এবং দেবীগঞ্জে ৩ জনের করোনা সনাক্ত হয়। ১৭,১৯,২০ ও ২৩শে জুন ১৩৬টি নমুনা সংগ্রহ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ৩৩ জনের করোনা পজেটিভ আসে। ১৩৬টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ২৬ শতাংশ। পঞ্চগড়ে একদিনে সর্বোচ্চ করোনা সনাক্তের রেকর্ড এটি। এ বছরে এ পর্যন্ত মোট ১৭০ জন এবং চলতি মাসে ৯৮ জনের করোনা সনাক্ত হয়েছে। পঞ্চগড়ে নতুন করে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকায় মিজানুর রহমান (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১৭ জুন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এন্টিজেন পরীক্ষায় তার পজেটিভ আসে। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান বৃহম্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। এর আগে পরীক্ষা এবং সনাক্ত তেমন ছিল না। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৯৬৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র‌্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৫ হাজার ৯২৩ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮৩ জন, তেতুঁলিয়ায় ১০৬ জন, আটোয়ারীতে ১২৭ জন, বোদায় ১৪৮ জন এবং দেবীগঞ্জে ১৭৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৮২৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩১৭ জন, তেতুঁলিয়ায় ৯৩ জন, আটোয়ারীতে ১১৬ জন, বোদায় ১৩৯ জন এবং দেবীগঞ্জে ১৬২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ২২ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২ জন, তেতুঁলিয়ায় ০১ জন, আটোয়ারীতে ০২ জন, বোদায় ০২ জন এবং দেবীগঞ্জে ০৫ জন। হোম আইসোলেশনে আছে ৯০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, তেতুঁলিয়ায় ১২ জন, আটোয়ারীতে ৯ জন, বোদায় ৭ জন এবং দেবীগঞ্জে ৮ জন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৯৩৯ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে একজন। মোট মৃত্যুর সংখ্যা ২২ জন। চলতি মাসে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।

তিনি আরো জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সুস্থ আছেন এবং নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন। এজন্য সকলকে নিয়োমিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun