1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বছরে ১০০ টন স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা দেখছে তুরস্ক - রংপুর সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

বছরে ১০০ টন স্বর্ণ উত্তোলনের সম্ভাবনা দেখছে তুরস্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন

গত বছর ৪২ টন স্বর্ণ উত্তোলন করে তুরস্ক।এটি দেশটির অর্থনীতিতে ২৪০ কোটি ডলার অবদান রাখে। এবার নতুন একটি স্বর্ণ খনির সন্ধান পেয়েছে তুরস্ক। ফলে বছরান্তে দেশটির স্বর্ণ উত্তোলন বেড়ে ১০০ টনে উন্নীত হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তুরস্কের গোল্ড মাইনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহ।

দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক ১০ জুন নতুন স্বর্ণ খনি আবিষ্কারের ঘোষণা দেন। তুরস্কের পূর্বাঞ্চলে এ খনির সন্ধান মিলেছে।স্বর্ণের পাশাপাশি এ খনি থেকে বছরে প্রায় সাড়ে তিন টন রৌপ্য উত্তোলন করা যাবে বলেও জানান তিনি, যার বাজারমূল্য দাঁড়াবে ২৮ লাখ ডলার।তুরস্কের গোল্ড মাইনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেট ইলমাজ আনাদোলু এজেন্সিকে বলেন, পর্যাপ্ত বিনিয়োগ তুরস্কের স্বর্ণ উত্তোলন বৃদ্ধিতে আশার আলো দেখাচ্ছে। এটি আগামীতে তুরস্কের বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ সৃষ্টি করবে।

গত বছর স্বর্ণ উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা থাকা সত্ত্বেও ঊর্ধ্বমুখী চাহিদার কারণে তুরস্ক স্বর্ণ আমদানিতে ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশটির বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বর্ণ উত্তোলন বাড়ালে এ ঘাটতি কমানো সম্ভব হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun