সাদ্দাম হোসেন ডেমি:পেশাগত দায়িত্ব পালনের জেরে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতে মনগড়া সাজার ঘটনায় রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কর্মরত সাংবাদিকরা।
আজ দুপুরে নগরীর প্রেসক্লাব চত্তরে জৈষ্ঠ্য সাংবাদিক আব্দুস সাহিদ মন্টুর সভাপতিত্বে প্রায় তিন ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয় সংস্কৃতিসেবী, পেশাজীবী ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী,মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল,মহানগর বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু,রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ সহ সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব,রিপোটার্স ক্লাব,মফস্বল সাংবাদিক ফোরাম,টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন,রিপোর্টার্স ইউনিটি,তাজহাট প্রেসক্লাব,মাহিগঞ্চ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :