মনির মজনু,লালমনিরহাটঃলালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের স’মিল এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গিলাবাড়ি গ্রামের স’মিল সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ (৫০) ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :