করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা মিডিয়া কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষে সমন্বয়কারী মো. আফতাব হোসেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর হাতে ২ হাজার পিস মাস্ক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ, এইচআর ম্যানেজার শামীমা বেগম চম্পা, প্রজেক্ট অফিসার রোকনু দৌলা, আশিকুল ইসলাম রাতুলসহ প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলার মিডিয়া কর্মীদের মধ্যে পর্যায়ক্রমে ৪০ হাজার মাস্ক বিতরণ করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
Leave a Reply