1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
কাউনিয়ার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে কেনাবেচা - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন

কাউনিয়ার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে কেনাবেচা

সাইদুল ইসলাম,কাউনিয়া
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৭৬ জন নিউজটি পড়েছেন

লকডাউনে করোনা সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও বিপণি বিতানগুলো খোলা রাখার কথা থাকলেও কাউনিয়ার বিভিন্ন মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি ভুলে গা ঘেঁষাঘেঁষি করে চলছে ঈদ কেনাকাটা। ফলে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে সাধারন রয়েছে মানুষ।

সকাল থেকে উপজেলা সদরের মার্কেট ও বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এসময় ক্রেতা ও বিক্রেতার কাউকেই দেখা যায়নি স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলতে । অনেকের মুখে নেই মাস্ক। এমনকি শিশু বাচ্চাদের মুখেও নেই মাস্ক।

এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের ভিড় বাড়ছে উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে। কিন্তু নিরাপদ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এমনকি স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেখা যায়নি ব্যবসায়ীদেরও।

লকডাউন চললেও কাউনিয়ায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। আর স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে মানুষ ও যানবাহন। হাটবাজার, চায়ের দোকান, রাস্তাঘাট, ব্যাংকসহ প্রতিটি স্থানেই জনসমাগম। নেই স্বাস্থ্যবিধির বালাই। স্বাস্থ্যবিধি ও নিরাপদ সামাজিক দূরত্ব আমলেও নিচ্ছে না জনগণ।

এব্যাপারে বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ আকরাম বলেন, করোনা শুধু কাগজে কলমে। বাস্তবে করোনা নেই বললেই চলে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun