নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে ড্রেন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে মুন্সিপাড়া রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ড্রেনের পানির উপর পুরাতন কাপড়ে মোড়ানো নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এ সময় পুলিশ সেখানে এসে মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :