1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় চা বোঝাই ট্রাক আটক - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার

পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় চা বোঝাই ট্রাক আটক

আবু সালেহ মো রায়হান,পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

পঞ্চগড়ের সদর উপজেলায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় প্রায় ২২ লক্ষ টাকার মূল্যের ২শ বস্তা (১১ হাজার কেজি) চা সহ একটি ট্রাক আটক করেছে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল।

মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সামনে ট্রাক থেকে চা আনলোড করার সময় ওই ট্রাকটি আটক করা হয়।

জানা গেছে,মঙ্গলবার রাতে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রি লিঃ নামে ওই প্রতিষ্ঠানের কারখানায় কাস্টমস আইন অনুযায়ী চট্রগ্রাম ওয়্যার হাউজে চা নিলাম বাজারে প্রেরণের উদ্দেশ্যে কারখানাটির উৎপাদিত ২শ বস্তা চা ট্রাকে সহকারী রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে লোড দেয়ার পর সিলগালা করে চট্টগ্রামে প্রেরণের বন্দোবস্ত করেন৷ পরে ওই ট্রাকটি চা নিয়ে চট্রগ্রামে না গিয়ে একই উপজেলার খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সমানে চা আনলোড করলে পরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সইজ ও ভ্যাট সার্কেল পঞ্চগড়ের একটি টিম সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের দায়ে চাসহ ট্রাকটি জব্দ করে। এসময় স্থানীয়রা সহকারী রাজস্ব কর্মকর্তাদের সহ ট্রাকটি জব্দ করতে বাধা প্রদান করলে পরে পঞ্চগড় সদর থানার পুলিশ চা বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়৷

এদিকে ট্রাকের চালক তাজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে থানায় মুচলেকা দিয়ে বলেন, মঙ্গলবার রাতে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রি লিঃ নামে ওই প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়্যাড হাউজে নিয়ে যাওয়ার জন্য চা লোড করার পর কাস্টমস কর্তকর্তারা সিনগালা করে চট্টগ্রামে রাওয়া হতে বলে। পরে কারখানা মালিকপক্ষ আমাকে চট্টগ্রামে না গিয়ে জগদল বাজার সংলগ্ন আল আমিন টি হাউজের চা আনলোড করতে বলে।

এবিষয়ে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান,কোন চা কারখানার উৎপাদিত চা চট্টগ্রাম ওয়্যার হাউজে নিলাম বাজারে প্রেরন করতে কাষ্টমস আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকে চা লোড করে সিনগালা করার পর চট্টগ্রামে প্রেরণ করা হয়। এই নিয়ম অনুযায়ী মঙ্গলবার রাতে চা লোড করে ট্রাকটি চট্রগ্রামে না গিয়ে স্থানীয় আল আমিন টি হাউজের সামনে ট্রাক থেকে চা আনলোড করলে পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব ফাঁকি দিয়ে চা পাচারের অপরাধে চাসহ ট্রাকটি জব্দ করি । পরে চা বোঝাই ট্রাকটি জব্দ করে সদর থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আমাদের উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ চা পাতা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালকের মুচলেকা নিয়ে ট্রাকটি পঞ্চগড় কাস্টমস এক্সইজ ও ভ্যাট সার্কেল পুলিশের হেফাজতে দিয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun