রংপুর প্রতিনিধিঃসাবেক মন্ত্রী আওয়ামী লীগ প্রেসিয়িাম সদস্য সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহাজাহান খান এমপি বলেছেন চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াছ কাঞ্চন সম্পর্কে আমি যা বলেছি তার সবগুলোর প্রমান না থাকলেও অনেক প্রমান তার কাছে আছে। তিনি এনজিও করেন তার নম্বর ১৪৫৯ এবং বিদেশীদের কাছে যে টাকা নিয়েছেন তার প্রমান আমার কাছে আছে।
ফলে তার বিরুদ্ধে দায়ের করা মামলা তিনি আইনগত ভাবে মোকাবেলা করবেন।
তিনি শনিবার রাতে রংপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ইলিয়াছ কাঞ্চন ভালো ভালো কথা বলেন কিন্তু তার কথা গুলো এক পাক্ষিক হয়ে যায় শ্রমিকদের বিরুদ্ধে যায়। তিনি একবার বলেছেন সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে হলে যাত্রী ড্রাইভার আর পথচারিদের প্রত্যেককে ৫টি করে প্রকাশ্যে বেত্রাঘাত করতে হবে। তিনি সভ্য যুগে এ ধরনের বর্বর আইনের কথা কিভাবে বলেন আমার বুঝে আসেনা।
শাহাজাহান খান বলেন, সড়ক পরিবহনে শৃংখলা ফিরিয়ে আনতে আমরা ১১টি সুপারিশ সরকারকে দিয়েছি তারাই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
মত বিনিময় কালে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ সহ পরিবহন শ্রমিকদের নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন।