ঠাকুরগাঁও শহরের বাজারপাড়া এলাকায় মনোজ আগরওয়ালা নামে এক কাপড় ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বিজিবি ও সদর থানা পুলিকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মনোজ আগরওয়ালার বাসায় অবৈধভাবে রাখা প্রায় ২৮৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন ম্যাজিস্ট্রেট।
ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল সহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ও বিজিবির কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা জানান, মনোজ আগরওয়ালা দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়ি থেকে কাপড় কেনা-বেচা করতেন। কাগজ পত্র দেখাতে না পারায় ২৮৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছি। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :