নিজস্ব প্রতিবেদকঃযুব বিশ্বকাপজয়ী দলের ছয় ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড।
বিজয়ী বীরদের মধ্যে দলে আছেন অধিনায়ক আকবর আলী, দুই ওপেনার পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও পেসার শরিফুল ইসলাম।
যুব বিশ্বকাপে না খেললেও একই প্রজন্মের রিশাদ আহমেদও আছেন বিসিবি একাদশে। মঙ্গলবার বিকেএসপিতে শুরু হবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপ জয়ের পর অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের কি হবে? এমন একটা প্রশ্ন উঠেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেটার জবাবও দিয়ে ফেলেছেন। আগামী দুই বছর তাদেরকে রাখা হবে অনুশীলন ক্যাম্পে।
মন্তব্য