1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পাটগ্রামে ভাইকে ছুরিকাঘাতকারী সেই যুবক মানসিক ভারসাম্যহীন - রংপুর সংবাদ
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পাটগ্রামে ভাইকে ছুরিকাঘাতকারী সেই যুবক মানসিক ভারসাম্যহীন

আল আমিন, আঞ্চলিক প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৯৫ জন নিউজটি পড়েছেন

পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত কারী যুবক সালমান হোসেন রিফাত(২৪) মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে রংপুর সংবাদের কাছে একাধিক তথ্য এসেছে। মানসিক সমস্যা থাকার কারণে সে প্রতিবন্ধী ভাতা পায়। সমাজসেবা অধিদপ্তরের পর্যবেক্ষণ রিপোর্টে বহুমাত্রিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে ।

২০১৫ সালে রিফাত ঢাকায় তার চাচাতো ভাইয়ের কাছে চাকরির খোঁজে গিয়ে সড়ক দূর্ঘটনায় গাজীপুর কোনাবাড়ি জেনারেল মোড় নামক জায়গায় গুরুতর আহত হন। জানা যায় আজমেরি বাস ও লেগুনার মুখোমুখি সংর্ঘষে সে সময় লেগুনাতে থাকা ১২ যাত্রীর মধ্যে ৬ জন যাত্রী ঘটনা স্থলে মারা যান তার মধ্যে রিফাত বেঁচে গেলেও দীর্ঘদিন কোমায় থাকতে হয়েছে তাকে।পরবর্তীতে সে সুস্থ হলেও হারিয়ে ফেলে তার স্বাভাবিক জীবন। এদিকে সৎ মায়ের কাছে বড় হওয়া অন্যদিকে কর্মক্ষম হয়ে পরায় তার সভাব চরিত্রে ব্যাপক পরির্বতন লক্ষ করা যায় বিশেষ করে খিট খেটে মেজাজ, এক কথা বারে বারে বলা অল্প কিছুতেই রাগান্বিত হওয়া।

পরিবারের কাছ থেকে জানা যায় রিফাতের বয়স যখন ৩০ দিন তার মা মারা যায়। সে তার দাদির কাছে মানুষ হয় পরে তার বয়স যখন ৩ বছর তখন তা দাদিও মারা যায় ছোট বেলা থেকে সে পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত।

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

সেদিনের ঘটনার(৮/ ৬/২১) প্রত্যক্ষদর্শী কয়েক জনের সাথে কথা বলে জানা যায় সকাল বেলা মেয়েটিকে পথের মধ্যে একা পেয়ে পথ রোধ করে প্রেম প্রস্তাব দিতে গেলে মেয়েটি তার ভাইকে ডাকে এক পর্যায় জাহিদ তাকে মারধর করে পরে সে ওখান থেকে চলে যায় বাড়িতে। বিকাল বেলা ফিরে গিয়ে জাহিদের দোকানে ভাংচুর করে রিফাত, জাহিদ বাঁধা দিতে গেলে রিফাত তাকে মারধর করে পরে রিফাতে হাতে থাকা ছুরি দিয়ে তাকে আহত করে।

এতে জাহিদের পরিবারের কয়েকজন সদস্য ও আহত হয়। জাহিদ এখন রংপুর মেডিকেলে চিকিৎসা সেবায় রয়েছেন। ঘটনার তথ্য জানতে জাহিদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয় কিন্তু তার মানসিক সমস্যার কথা উল্লেখ না থাকায় রিফাতের পরিবার দুঃখ প্রকাশ করেন। রিফাতের বাবার দাবি আমার ছেলে অন্যায় করেছে আদালত তার বিচার করবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমার ছেলে তো মানসিক রোগী সে জেনো ন্যায় বিচার পায় এটাই আমার কাম্য।

বাউরা ইউনিয়ের ৭নং ওয়ার্ড়ের সদস্য আব্দুল মতিনও রিফাতের মানসিক সমস্যার কথা স্বীকার করে বলেন দূর্ঘটনার পর থেকে সে মানসিক সমস্যায় ভু্ঁগছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা মেডিকেলের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে রিফাতের করা বিভিন্ন মেডিকেলের রির্পোট দেখানো হলে তিনি বলেন তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে যার ফলে মস্তিসকে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

মামলার বিষয়ে কথা হয় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক সাহেবের সাথে তিনি রংপুর সংবাদকে বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এজাহারের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। সে যদি মানসিক রোগী হয়ে থাকে সেটা আদালতের বিষয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun