রবিউল ইসলাম বাবুল,আদিতমারী থেকেঃকার না মায়া হবে শিশুটি কে দেখলে ! নিষ্ঠুর এই পৃথিবী আস্তে আস্তে তার বেচেঁ থাকার অধিকার গ্রাস করছে। সামাজিকতার বেড়া জ্বালে অনেক শিশুই সাদিকুল কে এড়িযে চলে, কি তার অপরবাধ সে জানেনা।
কেন এমন নিষ্ঠুরতা তাকে ঘিরে এসব প্রশ্নের জবাব কে দেবে পাঠক প্রশ্ন রযে গেল?? আদিতমারী উপজেলার আদিতমারী উত্তর পাড়া নতুন গুচ্ছ গ্রামের সাদিকুল ইসলাম(১০) শত চেষ্টা করেও প্রতিবন্ধীহয়েও প্রতিবন্ধীর তালিকায় নাম লেখাতে পারলেন না।
সরেজমিন ঘুরে জানা গেছে।
আদিতমারী উত্তর পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে প্রতিবন্ধী সাদিকুল।
মানিক মিয়া পেশায় রিক্সা চালক। রিক্সা চালিয়ে পরিবারের পাঁচজনের সংসার পরিচালনা করেন তিনি।
শনিবার মানিক মিয়ার সাথে সাক্ষাত কথা হলে তিনি বলেন, আমরা গরীব বলে কেউ আমাদের খোঁজ করে না। আমার ছেলে সাদিকুল কি অবস্থা তা গ্রামের সকলেই জানে। অনেক চেষ্টা করেও প্রতিবন্ধী ভাতা করতে পারিনি। এলাকার মেম্বার চেয়ারম্যান কে বলেও কোন লাভ হয়নি।
তারা আমার ছেলের এ অবস্থা জেনেও কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। তার আকুতি আদিতমারী উপজেলার সৎ,যোগ্য,উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তার ছেলে সাদিকুলের জন্য কৃপার দৃষ্টি কামনা করেছেন।।
আপনার মতামত লিখুন :