গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোরশেদ আলম (৩১) নামের এক যুবক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা মফিজুল হকের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বাবুল আকতার জানান, উপজেলার কোমরপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। তার লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :