রংপুর মহানগরীর কেন্দ্রস্থল থেকে র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর১ জন সক্রিয় জঙ্গি গ্রেফতার করেছে।
গত কাল রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের জঙ্গি সেল এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন জাহাজ কোম্পানী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর আঞ্চলিক নায়ক সমমর্যাদার সক্রিয় জঙ্গি মোঃ আশরাফুজ্জামান পিয়াল (৩২), পিতা-মো. আকতারুজ্জামান, সাং-নিয়ামত পান্ডার দিঘি, থানা-কোতয়ালী, আরপিএমপি, জেলা-রংপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গি জানায় যে, সে ২০০২ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা প্রদান ও সংগ্রহ, নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। তার সহযোগী অন্যান্য জঙ্গিদের ব্যাপার অনুসন্ধান চলমান রয়েছে বলে র্যাব সন্ধ্যায় এক প্রেস বার্তায় সাংবাদিকদের জানায়।
আপনার মতামত লিখুন :