মনির মজনু,লালমনিরহাটঃ লালমনিরহাট শহরে হেরোইনসহ মো. হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিনিময় ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে ডিবি পুলিশের ওসি মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হামিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী ইউপির প্রফেসরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিনিময় ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরের পর জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :