নিজস্ব প্রতিবেদকঃঢাকার দুই সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা দুইজনে গণভবনে যান।
মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ফেসবুক পেজ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মেয়র প্রার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বিজয়ের পথে থাকা আতিক ও তাপসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এ দুই প্রার্থী জয়ের দাঁড় প্রান্তে রয়েছেন।
আপনার মতামত লিখুন :