1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন  - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন 

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৭২ জন নিউজটি পড়েছেন

পঞ্চগড়ে পাঁচদিন ব্যাপি (০৬ জুন-১০ জুন) ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কার্য্যালয়ে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নানের সভাপতিত্বে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আরিফ হোসেন, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় অনলাইনে জমির খাজনা প্রদান, ই নামজারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করা সহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি তথ্য সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়। এ সময় ভূমি সেবা নিয়ে ভোগান্তি সহ ভূমির বিভিন্ন দিক নিয়ে অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন । সাথে সাথে অতিথিরা সেবা গ্রহিতাদের প্রশ্নের জবাব দেন। এছাড়াও সেবা সপ্তাহে উপজেলা ভূমি সেবা বুথ চালু করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সাম্প্রতিক সময়ে ভূমি সেবায় ডিজিটালাইজেশন শুরু করেছে সরকার। বর্তমানে জমির খাজনা পরিশোধ করতে শহরে আসার প্রয়োজন নেই, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার হতে ভূমির নামজারি খতিয়ানের আবেদনও করা যাচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun