নিউজ ডেস্ক:চীনসহ বিশ্বের কমপক্ষে ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এতে বিশ্বজুড়ে ভয়াবহ এক আতঙ্ক বিরাজ করছে। তারই প্রেক্ষিতে চীনে অবস্থানরত নিজ নিজ দেশের নাগরিকদের উদ্ধার শুরু করেছে বিভিন্ন দেশ। জ্বর, সর্দি, কাশির মতো লক্ষণগুলোই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ বলে চিকিৎসকরা জানালেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ‘করোনা আক্রান্ত’ ব্যক্তি মুহূর্তেই লুটিয়ে পড়ছেন মাটিতে।
চীনের সোশ্যাল মিডিয়া উইচ্যাটে ব্যাপক ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।
লুটিয়ে পড়ার দৃশ্যটি শেয়ার করে ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে দাবি করা হলেও ভিডিও ঠিক কোন এলাকার কিংবা তিনি আসলেই করোনা আক্রান্ত কিনা সেটা আলাদাভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারিতে এসে এটি মহামারী আকার ধারণ করে।চীন সরকার শহরটির বাসিন্দাদের চলাফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেও এর সংক্রমণ আটকে রাখতে পারেননি।
ভাইরাসটি শুধু দেশের সীমান্ত নয় গণ্ডি পেরিয়েছে মহাদেশেরও। এশিয়ার বাইরে ইউরোপ, আমেরিকা এমনকি অস্ট্রেলিয়ায়ও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে।
ভাইরাস নিয়ন্ত্রণে কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। অনেকটাই অপরিচিত এই ভাইরাসের গতি-প্রকৃতিও। তবে লক্ষণগুলো খুবই সাধারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, জ্বর, সর্দি কিংবা কাশির মতো চেনা লক্ষণগুলোই দেখা যায় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে।
তবে চীনের বাসিন্দারা গেল সপ্তাহে এমন একটি ভিডিও শেয়ার করতে শুরু করেন যেটি দেখে অবাক হয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ওই ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। হুট করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সর্বশেষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ঘরের কাছে তিব্বতে একজন। মৃতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৩২। বৃহস্পতিবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭০। চীনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, ২৯ জানুয়ারি পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৭১১।
ভিডিও দেখুন এখানে