1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. kibriyalalmonirhat84@gmail.com : Golam Kibriya : Golam Kibriya
  3. mukulrangpur16@gmail.com : Saiful Islam Mukul : Saiful Islam Mukul
  4. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রাইমার ‘টপলেস’ ছবি ভাইরাল, ফটোগ্রাফারকে নিয়ে গুঞ্জন | রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ১২:০২ পূর্বাহ্ন

রাইমার ‘টপলেস’ ছবি ভাইরাল, ফটোগ্রাফারকে নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আলোকচিত্রশিল্পী তথাগত ঘোষের সম্পর্কের কথা সবারই জানা। তাদের বিচ্ছেদের কাহিনিও শোনা গেল কিছুদিন আগে। এবার সেই চিত্রগ্রাহকের সঙ্গেই সুচিত্রা সেনের নাতনি রাইমা সেনের নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

বুধবার ইনস্টাগ্রামে রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন তথাগত। মূলত ইনস্টাগ্রামে তথাগত ঘোষের ছবি ও ক্যাপশনই তাদের দুজনের সম্পর্কের ইঙ্গিত দিয়েছে।

ছবিতে দেখা যায়, সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন রাইমা। এ ছবির ফটোগ্রাফার তথাগত। ক্যাপশনে লিখেছেন, ‘মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়।’

এরপর নেটিজেনরা আলোচনা করছেন, তথাগতের দিবাস্বপ্নে রাইমা সেন! প্রশ্ন করছেন, ফটোগ্রাফার এবং অভিনে‌ত্রীর সম্পর্কে নতুন মোড়? তাদের একের পর এক ইনস্টাগ্রাম পোস্টে তো সে রকম গল্পই তুল ধরছে।

গত ১৫ মে রাইমার একাধিক ছবি তুলেন তথাগত। সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তার সেসব খোলামেলা পোশাকের ছবি নিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। তাদের দু’জনের সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা।

লকডাউনের আগেই বাড়ির ছাদে তোলা এই ফটোশ্যুট নিয়ে রাইমা সেন জানিয়েছেন, এই ছবি নিয়ে আমি খুবই সাবলীল, এগুলো এমন কিছু বোল্ড নয়। আমি একদমই লজ্জা পাবার মেয়ে নই। এখানেই থামেননি, টপলেস হতে তিনি যে একটুও লজ্জা পান না তাও জানিয়ে দিয়েছেন। এর চেয়েও আরও বোল্ড ফটোশ্যুট রয়েছে রাইমার, নিজেই জানিয়েছেন নায়িকা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun