1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিক মেরামত কাজের উদ্বোধন - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিক মেরামত কাজের উদ্বোধন

জয়ন্ত রায়,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১৪১ জন নিউজটি পড়েছেন

নীলফামারী কিশোরগঞ্জের গ্রামের মানুষের ঘরের দোরগোড়ায় পরম বন্ধু হয়ে দাড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলো সরকারী সেবার পাশাপাশি এপি ওয়ার্ল্ড ভিশনের নিজস্ব অর্থায়নে গ্রামীণ জনগোষ্ঠীর মা ও শিশুদের মানোন্নয়নে ২টি ইউপি’র কমিউনিটি ক্লিনিক আধুনিকায়নের লক্ষ্যে মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বাহাগিলী ইউপি’র উত্তর দুরাকুটি কমিউনিটি ক্লিনিক ও পানিয়াল পুকুর ফরুয়াপাড়া কমিউনিটি ক্লিনিক মেরামত কাজের উদ্বোধন করা হয়।এ দুটি ক্লিনিক মেরামত কাজের ব্যায় ধরা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা।

পর্যায়ক্রমে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু,জমি দাতা এমদাদুল হক ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।

উভয় স্থানে উপস্থিত ছিলেন এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন,মিন্টু বিশ্বাস প্রমুখ।

এরপর নিতাইয়ে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল(সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার),জমিদাতা জ্যোতির্ময় চন্দ্র বিশ্বাস ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।

এসময় এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং জানান,৫টি ইউনিয়নে ১৬টি গ্রামের ১৯টি কমিউনিটি কিøনিকের মা ও শিশুদের মানোন্নয়নে শিক্ষাও সচেতনতা,নিরাপদ মাতৃত্ব,নবজাতকের যত্ন এবং পরিচর্যা কার্যক্রম বাস্তবায়নে পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের জন্য বাউন্ডারি ওয়াল মেরামত,রংকরন ,স্বাস্থসম্মত শৌচাগার নির্মানের লক্ষ্যে সাবমারসিবল পাম্প,হাত ধোয়ার মেশিন,কমোড,৫শ লিটার পানির ট্যাংক,ফ্লোর টাইল্স করনের কাজ করছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক আয়োজনে এ কাজগুলো করা হচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun