রংপুর প্রতিনিধিঃ শব্দশর’—একটি মননশীল সাহিত্য সংগঠন, বীরগঞ্জ, দিনাজপুর আগামী ২৪ জানুয়ারি ২০২০ এক কবি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
দুই বাংলার ৬০ জন কবিকে সংবর্ধনা দেয়া হবে এ অনুষ্ঠানে। তন্মধ্যে বৃহত্তর রংপুরের কবি বাদল রহমান, কবি শফিকুল ইসলাম, কবি সাজু কবীর, কবি মাজহারুল মোর্শেদ, কবি ইসমত জেরিন, কবি শামসুজ্জামান সোহাগ, কবি সাহিনা সুলতানা, কবি মোরশেদ জুয়েল, কবি আসাদ বিপুল, কবি লায়লা শিরিনা, ও কবি মাসুম মোর্শেদ ১১ জন কবি সংবর্ধিত হতে যাচ্ছেন।
শব্দশর’র সভাপতি কবি বাবুল চৌধুরী জানান ঐদিন ‘শব্দশর’ নামে দুই বাংলার লেখকদের লেখা নিয়ে একটি মাসিক সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটবে।
শব্দশর’র কবি সম্মেলনে সংবর্ধনা পাচ্ছে বৃহত্তর রংপুরের ১১ কবি
‘শব্দশর’—একটি মননশীল সাহিত্য সংগঠন, বীরগঞ্জ, দিনাজপুর আগামী ২৪ জানুয়ারি ২০২০ এক কবি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
দুই বাংলার ৬০ জন কবিকে সংবর্ধনা দেয়া হবে এ অনুষ্ঠানে। তন্মধ্যে বৃহত্তর রংপুরের কবি বাদল রহমান, কবি শফিকুল ইসলাম, কবি সাজু কবীর, কবি মাজহারুল মোর্শেদ, কবি ইসমত জেরিন, কবি শামসুজ্জামান সোহাগ, কবি সাহিনা সুলতানা, কবি মোরশেদ জুয়েল, কবি আসাদ বিপুল, কবি লায়লা শিরিনা, ও কবি মাসুম মোর্শেদ ১১ জন কবি সংবর্ধিত হতে যাচ্ছেন।
শব্দশর’র সভাপতি কবি বাবুল চৌধুরী জানান ঐদিন ‘শব্দশর’ নামে দুই বাংলার লেখকদের লেখা নিয়ে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটবে।
আপনার মতামত লিখুন :