1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
উত্তর কোরিয়ায় বিড়াল, কবুতর দেখামাত্রই গুলি করে হত্যার নির্দেশ - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

উত্তর কোরিয়ায় বিড়াল, কবুতর দেখামাত্রই গুলি করে হত্যার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটিতে তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। তার অনুমতি ছাড়া সেখানে পাখিও ডানা ঝাপটাতে পারে না। তার দাপটে সেখানে এক ঘাটে জল খায় বাঘ আর গরু। আর নিজের এই ক্ষমতা তারিয়ে উপভোগ করেন কিং জং উন। ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে শুরু করে বিদেশী শক্তিকে হুমকি, কোনোকিছুই বাদ দেন না। তবে এবার যেটা করলেন তা নিষ্ঠুর বললেও হয়তো কম বলা হবে।

অদ্ভুত এক আদেশ জারি করেছেন তিনি। দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন, সীমান্তের ওপার থেকে আসা সমস্ত বিড়াল ও পায়রা খতম করে দিতে হবে। তার ধারণা, ওই দুটি নিরীহ পশু ও পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়াচ্ছে। কিম দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে চীন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা।

জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়ালো তা খতিয়ে দেখতে নেমেছিল সেখানকার প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে পথে ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। এরপরই চীনের সীমান্ত পেরিয়ে কোনো পশু বা পাখি উত্তর কোরিয়ায় ঢুকলেই গুলি করে মেরে ফেলার নির্দেশ জারি করেছেন কিম। এমনকি বিড়াল পোষার কারণে কর্তৃপক্ষের রোষের মুখেও পড়তে হচ্ছে মানুষজনকে। এজন্য শাস্তির পাশাপাশি আইসোলেশনেও থাকতে হচ্ছে এসব পরিবারকে।

এদিকে স্থানীয় প্রশাসনকে পশু-পাখি মারার জন্য চাপ দিচ্ছে কিম সরকার বলে জানা যাচ্ছে। যদিও কিমের এমন আদেশে উত্তর কোরিয়া জনগণের একাংশ ক্ষুদ্ধ বলেও শোনা যাচ্ছে। যদিও এগুলোর কোনও কিছুই তোয়াক্কা করেন না কিম জং উন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun