1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
১৪৪ মেট্রিক টন চাল-গম আত্মসাতের অভিযোগে খাদ্য কর্মকর্তা বরখাস্ত - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন

১৪৪ মেট্রিক টন চাল-গম আত্মসাতের অভিযোগে খাদ্য কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭ জন নিউজটি পড়েছেন

 

নিজস্ব প্রতিবেদক:
রংপুর সদর উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ১৪৪ মেট্রিক টন চাল ও ৯ হাজার ৫৪৪টি খালি বস্তাসহ গম আত্মসাতের অভিযোগে গুদাম কর্মকর্তা কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত  করা হয়েছে। আত্মসাতকৃত চাল গমের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পরে গুদাম কর্মকর্তাকে বরখাস্ত করেন। সেই সাথে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র সরকার বাদী হয়ে এই মামলা করেছেন গত ১৩ সেপ্টেম্বর। মামলার পর থেকে ওই কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন।

রংপুরের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. জহিল ইসলাম বলেন, ওই গুদাম সিলগালা করার পাশাপাশি প্রাথমিকভাবে গুদাম কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।   বিষয়টি দুদকের সিডিউলভুক্ত হওয়ায় তারাই তদন্ত করে ব্যবস্থা নিবেন।

 

রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানাা ওসি (তদন্ত) শাহ আলম জানান, অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে।   তারাই সিডিউলভুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun