1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশি নাগরিক আটক  - রংপুর সংবাদ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশি নাগরিক আটক 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮০ জন নিউজটি পড়েছেন

 

রংপুর সংবাদ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত মেইন পিলার ৯০৯ এবং সাব পিলার ৫ দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার জাওরানী সীমান্তের  লোহাকুচি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, ১৫ বিজিবির জাওরানী সীমান্তের লোহাকুচি এলাকার সীমান্ত পিলার ৯০৯ /৫ এসএস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর জাওরানী সীমান্ত  দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে ফেরত আসার সময় বিজিবি’র টহল দল কর্তৃক ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামের আবু হানিফ মিয়ার পুত্র রায়হান মিয়া (১৯), হারুন মিয়ার পুত্র বাবু মিয়া( ১৮), বালাই চন্দ্র বর্মনের পুত্র রবি চন্দ্র বর্মন (২৫) ও  বিষাধু চন্দ্র বর্মন। বিজিবি আসামীদের হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে।হাতীবান্ধা থানার ওসি সাইফুল  ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা থানায় রয়েছে। রোববার জেল হাজতে প্রেরণ করা হবে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun