1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
গঙ্গাচড়ায় ভূমিহীনদের জন্য উদ্বোধনের অপেক্ষায় আরো ১০০ পাকা বাড়ী - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ভূমিহীনদের জন্য উদ্বোধনের অপেক্ষায় আরো ১০০ পাকা বাড়ী

আব্দুর রহিম পায়েল,গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা র্মমে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দ্বিতীয় ধাপে জমিসহ পাকা বাড়ি পাচ্ছেন উপজেলার ১০০ ভূমি ও গৃহহীন পরিবার।

নির্মাণাধীন এসব বাড়ির চাবি তালিকাভূক্ত করে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে তুলে দেয়া হবে চলতি জুন মাসের মধ্যে। এর আগে উপজেলায় প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ বাড়ি পেয়েছেন ১০০ পরিবার।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় ধাপে জমিসহ ঘর পাবে উপজেলার আরো ১০০ ভূমি ও গৃহহীন পরিবার। এর মধ্যে উপজেলার নোহালী ইউনিয়নে ২২টি, বেতগাড়ী ইউনিয়নে ৬টি, বড়বিল ইউনিয়নে ১৭টি ও মর্ণেয়া ইউনিয়নে ২৪টিসহ মোট ৬৯টি বাড়ি নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোনিমুল হক জানান, এখন চলছে রঙের কাজ। কয়েকদিনে মধ্যেই এসব বাড়ী আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মালিকদের কাছে চাবী ও বাড়ী হস্তান্তর করা হবে।

এ ছাড়াও মর্ণেয়া ইউনিয়নের ৩১টি বাড়ির নির্মাণ কাজ শুরু হচ্ছে। তিনি আরো জানান, উপজেলা নিবাহী কর্মকতা তাসলীমা বেগম নিজেই এসব বাড়ী নির্মাণ কাজের তদারকি করেছেন। প্রতিটি বাড়ি নির্মাণের ব্যায় ধরা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun