1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আগামীকাল মন্ত্রিসভার বিশেষ বৈঠক - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

আগামীকাল মন্ত্রিসভার বিশেষ বৈঠক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৭০ জন নিউজটি পড়েছেন

জাতীয় বাজেট নিয়ে বৃহস্পতিবার (৩ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওইনদিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। এতে বাজেট অনুমোদন দেওয়া হয়।

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। বুধবার (০২ জুন) বিকেল ৫টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ জুন) নতুন অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কভিড পরিস্থিতির কারণে কঠোর স্বস্থ্যবিধি মেনে এ অধিবেশন চালানো হবে। গত বছরের মতো এবারের অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বাজেট অধিবেশন অংশ নেওয়ার জন্য সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। কভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদ সদস্যদের অধিবেশনে অংশ নিতে হবে। দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর বাজেট অধিবেশন থেকেই করোনা পরীক্ষা করে এবং নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিচ্ছেন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের বাজেট অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে। মাঝে মাঝে বিরতি দিয়ে মোট ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun