সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন পরিবহন চলতে দেওয়া হবে না। এ ছাড়াও অদক্ষ চালক স্টিয়ারিং ধরলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। গতকাল সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদযাত্রা যানজটমুক্ত করতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের ৭ শতাধিক সদস্য মোতায়েন থাকবে।
এ ছাড়াও ড্রোন ক্যামেরা দিয়ে পুরো মহাসড়ক মনিটরিং করা হবে।
ডিআইজি আনিসুর রহমান বলেন, ঈদে যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের শিকার না হয় সেজন্য পুরো বিভাগের পুলিশ অভিযান চলমান রয়েছে। ঈদের সাত দিন পরও এ অভিযান অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ান আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply