1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা মাশরাফীর - রংপুর সংবাদ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা মাশরাফীর

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৭৬ জন নিউজটি পড়েছেন

বিতর্কিত এসপিসি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

গত এপ্রিলে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সম্পৃক্ত হয়েছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী। কিন্তু দুই মাসের মধ্যেই সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার রাতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন নড়াইল এক্সপ্রেস।

সম্প্রতি এসপিসি গ্রুপ নামের এই প্রতিষ্ঠানের নানা নেতিবাচক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে উঠে আসে।

চুক্তি বাতিলের কারণ হিসেবে মাশরাফী বলেছেন, ‘তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, ‘‘শুভেচ্ছা দূত’’ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’

তাই মাশরাফী চুক্তির থেকে সরে আসার আইনি প্রক্রিয়া শুরু করেছেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’

মাশরাফী সবাইকে অনুরোধ করেছেন, তার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun