1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. kibriyalalmonirhat84@gmail.com : Golam Kibriya : Golam Kibriya
  3. mukulrangpur16@gmail.com : Saiful Islam Mukul : Saiful Islam Mukul
  4. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
নিজের সিনেমা নিয়ে দীঘি | রংপুর সংবাদ
রবিবার, ১৩ জুন ২০২১, ০২:৪০ অপরাহ্ন

নিজের সিনেমা নিয়ে দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৫

‘তুমি আছ তুমি নেই’ ছবিটি মুক্তির পরপরই সমালোচিত হতে হয় অভিনয়শিল্পী দীঘিকে। পবিত্র ঈদুল ফিতরে টিভি প্রিমিয়ার হয়েছে দীঘি অভিনীত ‘তুমি আছ তুমি নেই’ সিনেমাটির। এই সিনেমা নিয়ে হয়েছিল ভীষণ সমালোচনা।

এ ছবিতে অভিনয়ের জন্য অনেকেই ফেসবুকে বকা দিয়েছেন দীঘিকে। শুটিংয়ের আগেই অনেক বাঁকা কথা বলেছে অনেকে। সেসব দিনের কথা মনে করতে চান না দীঘি।

তিনি জানান, ব্যক্তিগত কাজ ও বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য সিনেমাটি মুক্তির সময় দেখতে পারেননি। ঈদে ইউটিউবে মুক্তির পর সিনেমাটি দেখেছেন তিনি। ‘তুমি আছ তুমি নেই’ সিনেমা প্রসঙ্গে দীঘি বলেন, ‘সবাই যতটা সমালোচনা করেছে, ছবিটা তত খারাপ হয়নি। আমার মোটামুটি ভালোই লেগেছে। সিনেমাটি আগে দেখা থাকলে তখন অনেকের কথার জবাব দিতে পারতাম। মাত্র কয়েক দিনেই ছয় মিলিয়ন মানুষ দেখেছে ছবিটি। তবে যা ঘটেছে, সেসব নিয়ে পরবর্তী সময় সতর্ক থাকব।’

নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছেন দীঘি। তাঁকে দেখা যাবে চলচ্চিত্র, এমনকি ওয়েব ফিল্মেও। তিনি বলেন, ‘আমার ওজন কিছুটা বেড়ে গেছে। শরীর একটু ফিট করে তারপর কাজে নামব। এ জন্য আরও দিন বিশেক সময় লাগবে।  ওয়েব সিরিজ ও সিনেমার ব্যাপারে কথা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun